বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ নভেম্বরে

নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন:: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল নভেম্বর মাসে প্রকাশিত হবে। এ লক্ষ্যে ফল প্রকাশের প্রস্তুতি চলছে। ফলাফল প্রস্তুত হলে নিয়োগ কমিটির বৈঠকে দিনক্ষন ঠিক করা হবে।

বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, নভেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ হতে পারে। ফলাফল প্রায় প্রস্তুত। খুব শিগগিরই নিয়োগ কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে দিনক্ষন ঠিক করা হবে।

সহকারী শিক্ষক নিয়োগে পদ বাড়ছে কিনা জানতে চাইলে মোহাম্মদ মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেন, ৫০ হাজারেরও বেশি সহকারী শিক্ষক নিয়োগ হতে পারে। তবে সেটা নিয়োগ কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বলেন, সহকারী শিক্ষক নিয়োগে পদ বাড়ানোর সিদ্ধান্ত হয়নি। মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত আসলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন শিক্ষক নিয়োগের ফল প্রকাশের কাজ চলমান। আগামী মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে এটি প্রকাশ করা হতে পারে।

সহকারী শিক্ষকের ৩২ হাজার পাঁচশ ৭৭টি শূন্য পদে নিয়োগের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২০ সালের ২০ অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু করোনা মহামারির কারণে সে সময় পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এরইমধ্যে অবসরজনিত কারণে সহকারী শিক্ষকের অনেক পদ শূন্য হয়ে পড়েছে। এতে বিদ্যালয়গুলোয় শিক্ষকের ঘাটতি দেখা দিয়েছে।

এ সমস্যার সমাধানে আগের বিজ্ঞপ্তির শূন্য পদ ও বিজ্ঞপ্তির পরের শূন্য পদ মিলিয়ে প্রায় ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই নিয়োগে পদ ৫০ হাজারেরও বেশি শিক্ষক নিয়োগ পেতে পারেন বলেও নানা গুঞ্জন চলছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ কার্যক্রমের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি। ২০২০ সালের ২৫ অক্টোবর অনলাইনে আবেদন শুরু হয়। আবেদন করেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ প্রার্থী। নিয়োগের লিখিত পরীক্ষার প্রথম ধাপে উত্তীর্ণ হয়েছেন ৪০ হাজার ৮৬২ জন, দ্বিতীয় ধাপে ৫৩ হাজার ৫৯৫ এবং তৃতীয় ধাপে ৫৭ হাজার ৩৬৮ জন। তিন ধাপের মৌখিক পরীক্ষাও এরই মধ্যে শেষ হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com