রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির হত্যা: শুটারসহ গ্রেপ্তার ৩

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির। ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক:: ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে মানিকগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন, প্রধান শুটার জিনাত এবং এই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত বিল্লাল। তৃতীয় ব্যক্তি তাদের সহযোগী হিসেবে কাজ করেছিল বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

এর আগে গত ৭ জানুয়ারি ফার্মগেটের তেজতুরী বাজার এলাকায় স্টার কাবাবের পাশের একটি গলিতে মুছাব্বীরকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করা হয়। পরে তাকে উদ্ধার করে নিকটস্থ বিআরবি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এই হামলায় সুফিয়ান বেপারী মাসুদ নামে আরো একজন গুলিবিদ্ধ হয়েছেন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মুছাব্বীর ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ছিলেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com