মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন

রাশিয়ার নতুন ক্যানসার ভ্যাকসিন শতভাগ কার্যকর ও নিরাপদ

ছবি : সংগৃহীত

স্বাস্থ্য ডেস্ক, একুশের কণ্ঠ:: রাশিয়া উদ্ভাবিত নতুন ক্যানসার ভ্যাকসিন ‘এন্টারোমিক্স’ প্রাথমিক ট্রায়ালে অভূতপূর্ব সফলতা দেখিয়েছে। প্রথম ধাপের পরীক্ষায় ভ্যাকসিনটি ১০০ শতাংশ কার্যকর ও নিরাপদ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন গবেষকরা।

এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে তৈরি এই ভ্যাকসিন কাস্টমাইজড ইমিউনোথেরাপি হিসেবে কাজ করে। অর্থাৎ, প্রতিটি ডোজ রোগীর টিউমারের জিনগত বৈশিষ্ট্য অনুযায়ী আলাদাভাবে প্রস্তুত করা হয়।

প্রাথমিক পর্যায়ের ট্রায়ালে অংশ নেন ৪৮ জন স্বেচ্ছাসেবী। এতে টিউমার সঙ্কুচিত হওয়ার পাশাপাশি গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া যায়নি। গবেষণাটি যৌথভাবে পরিচালনা করেছে রাশিয়ার ন্যাশনাল মেডিক্যাল রিসার্চ রেডিওলজিক্যাল সেন্টার এবং এঙ্গেলহার্ড ইনস্টিটিউট অব মলিকুলার বায়োলজি।

প্রথম ধাপে এন্টারোমিক্সের লক্ষ্য ছিল কলোরেকটাল ক্যানসার, যা বিশ্বব্যাপী ক্যানসারের অন্যতম মারাত্মক ধরন। বিশেষজ্ঞরা বলছেন, বৃহত্তর ট্রায়ালে একই সাফল্য অব্যাহত থাকলে এটি ক্যানসার চিকিৎসায় এক নতুন যুগের সূচনা করতে পারে।

তবে বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ হবে ব্যাপক জিনগত প্রোফাইলিং, কোল্ড-চেইন স্টোরেজ ও সাশ্রয়ী মূল্যে উৎপাদন ও বিতরণ নিশ্চিত করা। বিশেষ করে ভারতসহ ক্যানসার রোগীর সংখ্যা বেশি এবং চিকিৎসায় বৈষম্য বিদ্যমান এমন দেশগুলোতে এই ভ্যাকসিন বিপ্লব ঘটাতে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এন্টারোমিক্সের সফল বাস্তবায়ন ক্যানসার চিকিৎসার ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com