বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন

ভালুকায় সড়ক দূর্ঘটনায় চাচা-ভাতিজাসহ নিহত ৩

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় চাচা ভাতিজাসহ ৩জন নিহত হয়েছে।

সোমবার ভোররাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার লবনকোটা নামক স্থানে এ ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলেন- চালক শাহ আলম গাজী (৫৭), ভাতিজা রাব্বি (২৪) ও হেলপার রবিউল মাঝি (২৫)। হাইওয়ে পুলিশ নিহতের লাশগুলো উদ্ধার করেছে।

ভরাডোবা হাইওয়ে পুলিশের এসআই জিয়া জানান, ঘটনার সময় মহাসড়কের লবনকোঠা নামক স্থানে কোকাকোলা ফ্যাক্টরীর সামনে ময়মনসিংহগামী একটি ট্রাকের চাকা পাংচার হয়ে যায়। এ সময় চালক শাহ আলম গাজী ও হেলপার রবিউল মাঝি পাংচারকৃত চাকা মেরামত করার সময় চালকের ভাতিজ রাব্বি দাঁড়িয়ে ছিলেন। পিছন দিক থেকে দ্রুতগতির অজ্ঞাত একটি কাভার্ডভ্যান তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই ২জন ও হাসপাতালে নেয়ার পথে আরেকজন নিহত হন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ভরাডোবা ফাঁড়িতে নিয়ে আসে। নিহত চালক শাহ আলম ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার আমুয়াকান্দা গ্রামের মৃত কাউসারের ছেলে। ভাতিজা রাব্বি ১৪সি ফরিদাবাদ গেন্ডারিয়ার বোরহান উদ্দিনের ছেলে। হেলপার রবিউল মাঝি ঝালকাটি জেলার কেফায়েত নগরের মালেক মাঝির ছেলে। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com