বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন

ভালুকায় শেখ কামাল’র ৭২তম জন্মদিন পালিত

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ক্যাপ্টেন শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া, আলোচনা ও চারাগাছ রোপনের মধ্যদিয়ে ময়মনসিংহের ভালুকায় শেখ কামালের ৭২তম জন্মদিন পালিত হয়েছে।

ভালুকা উপজেলার প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৫ আগষ্ট) সকালে ভালুকা উপজেলা পরিষদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া অনুষ্ঠিত হয়।

এরপর শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলার মল্লিকবাড়ী ভায়াবহ আশ্রয়ন প্রকল্পে চারাগাছ বিতরণ ও রোপন করা হয়। পরে (ভার্চুয়াল মাধ্যমে) শেখ কামালকে নিয়ে আলোচনা সভা ও স্মৃতিচারনের আয়োজন করে।

উপজেলার নির্বাহী অফিসার সালমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, বীর মুক্তিযোদ্ধা হাজ্বী বিল্লাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আফসার উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইন উদ্দিন, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম, ইন্সপেক্টর তদন্ত মোঃ সফিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা জেসমিন জাহান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসি, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা সামিনা ইয়াসমিনসহ সরকারী কর্মকর্তারা।

পরে বঙ্গবন্ধু ও তার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল’র আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ কুতুব উদ্দিন।

বহুমাত্রিক অনন্য সৃষ্টিশীল প্রতিভার অধিকারী তারুণ্যদীপ্ত শহীদ শেখ কামাল ১৯৪৯ সালের এই দিনে তিনি তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগষ্টের কালো রাতে বিপথগামী একদল সেনাকর্মকর্তার নির্মম বুলেটে মাত্র ২৬ বছর বয়সে শাহাদাত বরণ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com