বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ১২:১২ অপরাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার হবিরবাড়ী সিড্স্টোর বাজার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ১০নং হবিরবাড়ী ইউনিয়ন কমান্ডের আয়োজনে তাদের নিজস্ব কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে ঢাক-ময়মনসিংহ মহাসড়ক পদক্ষিণ করে পুনরায় মুক্তিযোদ্ধা সংসদে এক আলোচনা সভায় মিলিত হয়।
পরে বীর শহীদেদর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। সাবেক কম্পানি কমান্ডার ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ হবিরবাড়ী ইউনিয়ন কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ চান মিয়ার সভাপতিত্বে ও যুগ্ন আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গাজী লাল মামুদ সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ১০নং হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চু, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা আঃ গফুর মাস্টার বিএ বিএড, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম প্রমূখ।
এ সময় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ ঢালী, তারা মিয়া, আবেদ আলী খন্দকার, লাল মিয়া, মফিজ উদ্দিন খন্দকার, আবুল হাশেম, আব্দুল খালেক অবঃ ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানগণ উপস্থিত ছিলেন।