বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ১২:১৪ অপরাহ্ন

ভালুকায় বাংলাদেশ প্রতিদিনের এক যুগে পদার্পণ উদযাপন

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটি এক যুগে পা রাখা উপলক্ষে ভালুকায় র‌্যালী, আলোচনা সভা ও কেক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে ভালুকা প্রেসক্লাব মিলনায়তনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সাথে নিয়ে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আবুল কালাম আজাদ। এসময় স্থানীয় হকারদেরকে ফুলেল শুভেচ্ছা জানান পত্রিকাটির ভালুকা প্রতিনিধি আসাদুজ্জামান সুমন।

কেক কাটা অনুষ্ঠানে অন্যান্নদের মাঝে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, দি সিনিয়র সিটিজেন সোসাইটি অব ভালুকার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, ভালুকা প্রেসক্লাবের সভাপতি এস.এম শাহজাহান সেলিম, সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, ভালুকা সরকারী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান তুহিন, এ্যাপোলো ইনন্সটিটিউটের অধ্যক্ষ এ আর এম সামছুর রহমান, শেফার্ড গ্রুপের জি.এম মোকলেসুর রহমান, ভালুকা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদি হাসান, ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্কাছ আলী, প্রভাষক আফতাফ উদ্দিন, সাংবাদিক আতাউর রহমান তরফদার, মোখলেসুর রহমান মনির, আবুল বাশার শেখ, রফিকুল ইনলাম রফিক, খলিলুর রহমান, রফিকুল ইসলাম, সফিউল্লাহ আনসারী, আনোয়ার হোসেন তরফদার, মোকছেদুর রহমান মামুন, মিজানুর রহমান মজনু, ওমর ফারুখ, ছাত্রলীগ নেতা লুৎফর রহমান নাদিম, ছাত্রদল নেতা রিয়াদ পাঠান, আলী রাজ, মাহিদুল ইসলাম মৃদুল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com