বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় পুকুরের পানিতে ডুবে ফাইজা আক্তার নামে এক মানসিক ভারসাম্যহীন কিশোরীর মৃত্যু হয়েছে।
মৃতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার (১২ জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান গ্রামের মোঃ আবুল বাশারের মেয়ে মানসিক ভারসাম্যহীন কিশোরী ফাইজা আক্তার (১৩) বাড়ীর পাশে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়।
তাকে অনেক খোঁজাখোঁজি করে না পেয়ে স্থানীয় লোকদের সহায়তায় পুকুরে জাল ফেলে মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃতের বাবাও মানসিক ভারসাম্য হীন। ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেয়েটি ভারসাম্যহীন। সে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে ডুবে মারা যায়।