বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৩:১১ অপরাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৭ গ্রাম হেরোইনসহ দু’জনকে গ্রেফতার করেছে।
ডিবি সূত্রে জানা যায়, শুক্রবার (১ অক্টোবর) রাতে ময়মনসিংহ জেলা গোয়ান্দা শাখার মাদক বিরোধী অভিযানে ভালুকা উপজেলার পনাশাইল এলাকা থেকে ৭ গ্রাম হেরোইনসহ উপজেলার মেদিলা গ্রামের মোঃ উবায়দুল্লাহ সরকারের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ ওয়াসিম সরকার (৩২) ও উপজেলার মেদিলা কান্দাপাড়া এলাকার মৃত নাসিম উদ্দিনের ছেলে মোঃ নাজমুল আলম (৩৮)কে গ্রেফতার করে।
ময়মনসিংহ জেলা গোয়ন্দো শাখার অফিসার-ইনর্চাজ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ সফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মাদক বিরোধী অভিযানে ভালুকা উপজেলার পনাশাইল এলাকা থেকে এস আই মোঃ কামরুল হাসান সংগীয় অফিসার ফোর্সসহ ভালুকা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ৭ গ্রাম হেরোইনসহ দু’জনকে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।