বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ন

ভালুকায় করোনা মোকাবেলায় প্রসাশনের প্রচারণা

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় জনসচেতনায় করোনা মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তর ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সতর্ক বার্তা নিয়ে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন উপজেলা প্রসাশন।

সোমবার (৫ এপ্রিল) সমগ্র ভালুকায় ৫ দিন ব্যাপী প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাইনউদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসী, শিক্ষক ও সমাজকর্মী শফিকুল ইসলাম খান, ভালুকা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. আক্কাছ আলী, যুব রেড ক্রিসেন্ট ভালুকা ইউনিটের দলনেতা ইমন তালুকদার সাগর, সদস্য বিপুল মন্ডল, জহিরুল ইসলাম, মো. শাহ আলম বাবু প্রমূখ।

ভালুকা উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন বলেন, কোভিড-১৯ মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তর ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সতর্ক বার্তা নিয়ে উপজেলা প্রসাশনের পক্ষ থেকে সমগ্র ভালুকায় ৫ দিন ব্যাপী এ প্রচারনা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com