বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় পুকুরে গোসল করতে নেমে আমিনুল ইসলাম (১৮) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, শুক্রবার (১ অক্টোবর) দুপুর আনুমানিক আড়াইটার সময় উপজেলার দ: হবিরবাড়ী এলাকার স্থানীয় নজরুল ইসলামের অরক্ষিত পুকুরে গোসল করতে নেমে স্থানীয় হেলাল উদ্দিনের বাড়ীর ভাড়াটিয়া তিব্বত ফ্যাক্টরীর শ্রমিক নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার বারমারী লক্ষীপুর গ্রামের নাজু মিয়ার ছেলে আমিনুল ইসলাম (১৮) নিখোঁজ হলে সাথে থাকা অন্যরা ডাক-চিৎকার করতে থাকে, তখন ফিরুজ নামে একজন ভালুকা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়, ফায়ার সার্ভিসের উপস্থিতিতে, ডুবুরি দল ঘটনাস্থলে পৌছানোর আগেই প্রতিবেশী কয়েকজন সাহসী যুবক মিলে মাঝ পুকুরে খোঁজা খোঁজি করে বিকাল পাঁচটায় নিখোঁজ আমিনুল ইসলামের মৃতদেহ উদ্ধার করে।
আমিনুল ইসলামের সাথে গোসল করতে যাওয়া মোঃ রনি বলেন, এলাকায় সকাল থেকে বিদ্যুৎ না থাকায় প্রচন্ড গরমে আমরা একত্রে কয়েক জন মিলে পুকুরে গোসল করতে নামি, এসময় পুকুরের এপার থেকে উপারে সাঁতরে পার হওয়ার সময় মাঝ পুকুরে পৌছালে আমিনুল ডুবে যেতে থাকে, এসময় তাকে বাঁচাতে জাহিদ এগিয়ে যায় এক পর্যায়ে সেও তলিয়ে যেতে থাকলে আমি প্রানপন চেষ্টা করে জাহিদকে উদ্ধার করতে পারলেও আমিনুলকে উদ্ধার করতে পারিনি। চোখের সামনে সে তলিয়ে যায়। এবং সাথে সাথেই আমরা আশপাশে থাকা লোকজনদের বিষয়টি অবহিত করি।
ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাদিকুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল নিখোঁজ আমিনুলকে উদ্ধার করতে ঘটনাস্থলে যান, পুকুরে গভীরতা বেশি থাকায় এবং সিলিন্ডার না থাকায়, ময়মনসিংহ ডুবুরি দলকে খবর দেয়। ডুবুরি দল ঘটনাস্থলে পৌছানোর আগেই প্রতিবেশী কয়েকজন যুবক মিলে মৃতের লাশ উদ্ধার করে মৃতের পরিবারের কাছে হস্তান্তর করেন।