শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

বিপিএল নিলামে কোন দল কত খরচ করল

স্পোর্টস ডেস্ক:: গতকাল রোববার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে নিলাম। যেখান থেকে পছন্দের ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। যেখানে কোটি টাকার বেশি খরচ করেছে প্রত্যেকটি দলই। নিলামের খরচের ক্ষেত্রে বিসিবির নির্ধারিত সীমার চেয়ে সব দলই কম খরচ করেছে।

বিপিএলের নিয়ম অনুযায়ী, প্রত্যেক দল দেশি ক্রিকেটারের জন্য সাড়ে চার কোটি টাকা ও বিদেশি ক্রিকেটারের জন্য সাড়ে ৩ লাখ ডলার খরচ করতে পারে। গতকালের নিলামে কোনো দলই এই সীমা স্পর্শ করেনি।

নিলামে সবচেয়ে বেশি টাকা খরচ করেছে রংপুর রাইডার্স। ১২ ক্রিকেটার নিতে তাদের খরচ ৪ কোটি ১৬ লাখ টাকা। নিলামে দ্বিতীয় সর্বোচ্চ টাকা খরচ করেছে চট্টগ্রাম রয়্যালস। ৩ কোটি ৮৭ লাখ টাকা খরচ করেছে তারা। এর মধ্যে প্রথম ডাকে মোহাম্মদ নাঈমকে কিনতেই ১ কোটি ১০ লাখ টাকা খরচ করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

সবচেয়ে বেশি ১৩ ক্রিকেটার নেওয়া রাজশাহী ওয়ারিয়র্সের খরচ হয়েছে ৩ কোটি ৮১ লাখ টাকা। ৩ কোটি ৩৮ লাখ টাকা খরচ করেছে ঢাকা ক্যাপিটালস। ২ কোটি ৭৪ লাখ টাকা খরচ করেছে সিলেট টাইটানস।

নিলামে সবচেয়ে কম টাকা খরচ করেছে নোয়াখালী এক্সপ্রেস। ২ কোটি ৬৩ লাখ টাকা খরচ করে স্থানীয় ১২ ক্রিকেটারকে কিনেছে তারা।

বিদেশি ক্রিকেটার কিনতে দলগুলো খরচ করতে পারত ৩ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত। কিন্তু নোয়াখালী এক্সপ্রেস, রংপুর রাইডার্স ও রাজশাহী ওয়ারিয়র্স ৫০ হাজার ডলারও খরচ করেনি। সর্বোচ্চ ৭৫ হাজার ডলার খরচ করেছে ঢাকা ক্যাপিটালস, নিলাম থেকে একমাত্র তারাই তিনজন বিদেশি ক্রিকেটার কিনেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com