মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৪:৩০ অপরাহ্ন

বাঘায় পিতার অভিযোগে, মাদকাসাক্ত ছেলের কারাদন্ড

বাঘা (রাজশাহী) প্রতিনিধি::

বাঘায় ভ্রাম্যমান আদালতে মাদকাসাক্ত এক ছেলেকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। দন্ডপ্রাপ্ত সবুজ আলীর (৩০) পিতার অভিযোগে, বুধবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে নির্বাহি ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার শাহিন রেজা এ রায় দিয়েছেন। দন্ডপ্রাপ্ত সবুজ আলী, উপজেলার চক সিংগা মোমিনপুর গ্রামের সাবদার আলীর ছেলে।

জানা যায়, মাদকাসাক্ত ছেলেকে কোনভাবেই স্বাভাবিক অবস্থায় ফেরাতে পারেনি তার পরিবার। অবশেষে, নিরুপায় হয়ে উপজেলা নির্বাহি অফিসারের নিকট লিখিত অভিযোগ করেন পিতা। এর প্রেক্ষিতে ওইদিন বুধবার সন্ধ্যার পরে মাদকসেবন করা অবস্থায় আড়ানীর জয়বাংলা মোড় এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। পরে উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ে হাজির করা হলে, নিজের অপরাধ স্বীকার করে সবুজ আলী।

সবুজ আলীর পিতা সাবদার আলী জানান, বাড়ির জামা-কাপড়সহ বিভিন্ন জিনিসপত্র বাজারে বিক্রি করে মাদক সেবনে আসক্ত হয়ে পড়ে। আতœসম্মানের ভয়ে উপজেলা নির্বাহি অফিসারের কাছে লিখিত অভিযোগ করি।

অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com