মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৭:৫৮ পূর্বাহ্ন

বাঘায় দিন দুপুরে ব্যবসা প্রতিষ্ঠানের ড্রয়ার ভেঙ্গে পঁচাত্তর হাজার টাকা নিয়ে হাওয়া

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:: রাজশাহীর বাঘায় নারায়নপুর বাজারের এক চাল ব্যবসায়ীর দোকানের ড্রয়ার ভেঙে ৭৫ (পঁচাত্তর) হাজার টাকা চুরি করে পালিয়েছে অজ্ঞাত এক যুবক।

সোমবার (২৫ জানুয়ারী)) দুপুর পৌণে ১টার দিকে নারায়নপুর বাজারের চাউল ব্যবসায়ী মজিবর রহমানের ব্যবসা প্রতিষ্ঠানে চুরির এ ঘটনা ঘটে।

চাউল ব্যবসায়ী মজিবুর রহমান জানান, তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাজার মসজিদে জোহরের নামাজে যান। নামাজ শেষে ব্যবসা প্রতিষ্ঠান খুলেন। এসময় একজন ক্রেতা আসেন চাল কেনার জন্য। তাকে চাল দেখানোর জন্য ব্যবসা প্রতিষ্ঠানের ওই দোকান খোলা রেখে পাশের আরেকটি চালের গোডউনে যান। এর ফাঁকে খোলা ব্যবসা প্রতিষ্ঠানের ড্রয়ার ভেঙ্গে ৭৫ হাজার টাকা চুরি হয়ে যায়। গোডাউন থেকে ফিরে এসে দেখে অজ্ঞাত ওই যুবক টাকাগুলো নিয়ে সটকে পড়ে। তার গায়ে সাদা গেঞ্জি ও পরণে প্যান্ট পরা ছিল। পরে তাকে ধাওয়া করে পাওয়া যায়নি। এ বিষয়ে অভিযোগ করবেন বলে জানান তিনি।

বাজার কমিটির সভাপতি এমদাদুল হক সুন্টু জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবরটি জেনেছি। ব্যবসায়ীর সাথে কথা বলে কিভাবে ব্যবস্থা নেওয়া যায়, সেটা দেখছি। তবে চুরির বিষয়টি নিশ্চিত করেছেন বাজার কমিটির সাবেক সভাপতি সাইফুল ইসলাম। অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নিবো।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com