বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন
বাঘা (রাজশাহী) প্রতিনিধি::
বাঘা উপজেলা দলিল লেখক সমিতি, করোনাভাইরাস মোকাবিলায় কর্মহীন দরিদ্রদের জন্য উপজেলা পরিষদের ত্রান তহবিলে ১০০০ (এক) হাজার কেজি চাল, ১০০শ’ কেজি ডাল, ৫০ লিটার সয়াবিন তেল এবং ১০০শ’ কেজি লবণ প্রদান করেছেন।
রোববার (৫ এপ্রিল) উপজেলা নির্বাহি অফিসার শাহিন রেজার কার্যালয়ে উপস্থিত হয়ে দলিল লেখক সমিতির পক্ষে সমিতির সভাপতি আব্দুল লতিফ মালিথা, সাধারন সম্পাদক ও পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু ওই খাদ্য সামগ্রী প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, দলিল লেখক সমিতির আমির উদ্দীনসহ সিনিয়র দলিল লেখকগন। শাহিনুর রহমান পিন্টু জানান,এছাড়াও সাড়ে ১২শ’পরিবারকে খাদ্য সহায়তাসহ ঔষধও প্রদান করেছেন।