মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন

বাঘায় আগুনে পুড়ে মরলো তিন ছাগল, বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ মালিক

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:: রাজশাহীর বাঘায় ছাগলের ঘরে জ্বালানো কয়েলের আগুনে পুড়ে অন্ত:স্বত্তা ২টি ছাগলসহ ৩টি ছাগল মারা গেছে। অগ্নিকান্ডের সময় সেই ছাগল বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন রুহুল আমিন। অবস্থার অবনতি হওয়ায় বাঘা হাসপাতাল থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অগ্নিকান্ডের ঘটনায়, ছাগলের ঘরসহ আরো ২টি ঘর ভস্মিভ’ত হয়েছে। দাবি করা হয়েছে, প্রায় ২লক্ষ টাকার ক্ষতি সাধনের।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) রাত আনুমানিক ১টার দিকে বাঘা পৌরসভার মুশিদপুর গ্রামে রুহুল আমিনের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় ছাগল বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হন, আছান আলীর ছেলে রুহুল আমিন।

স্থানীয় মকবুল হোসেন জানান, ছাগলের ঘরে জ্বালানো কয়েলের আগুন থেকে সুত্রপাত ঘটে। পরে গ্রামের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রন করে। উপজেলা নির্বাহি অফিসার শাহিন রেজা বলেন, ক্ষতিগ্রস্থ ব্যক্তিকে সরকারি সহায়তা দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com