বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

নাজমুল ইসলামের পদত্যাগ দাবিতে অনড় ক্রিকেটাররা

ছবি: সংগৃহীত

স্পোর্টস রিপোর্টার:: বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের একটি মন্তব্যে বাংলাদেশ ক্রিকেটে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। ক্রিকেটারদের বেতন ও ক্ষতিপূরণ বিষয়ে দেওয়া ওই বক্তব্যকে ‘অদায়িত্বশীল’ আখ্যা দিয়ে তার পদত্যাগ দাবি করেছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। দাবি না মানলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

বুধবার ক্রিকেটারদের ক্ষতিপূরণ প্রসঙ্গে নাজমুল ইসলামের এক মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্রিকেট অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। বিশ্বকাপে অংশ না নিলে ক্রিকেটারদের ক্ষতি হবে, কিন্তু বোর্ডের কোনো লোকসান নেই এমন বক্তব্যকে কেন্দ্র করেই ক্ষোভে ফেটে পড়ে কোয়াব।

রাতেই কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন সাংবাদিকদের সঙ্গে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে স্পষ্ট ভাষায় বলেন, একজন দায়িত্বশীল বোর্ড পরিচালক এভাবে ক্রিকেটারদের নিয়ে কথা বলতে পারেন না। আমরা তাৎক্ষণিকভাবে তার পদত্যাগ চাইছি। যদি তিনি আগামীকাল বিপিএলের ম্যাচ শুরুর আগেই সরে না দাঁড়ান, তাহলে কোনো ক্রিকেটার মাঠে নামবে না।

এই ঘোষণার পর পরিস্থিতি সামাল দিতে গভীর রাতে ক্রিকেটারদের টিম হোটেলে বৈঠকে বসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কয়েকজন পরিচালক। তবে বৈঠক থেকে কোনো কার্যকর সমাধান আসেনি। পরিচালকদের পক্ষ থেকে কেবল আশ্বাস দেওয়া হলেও তাতে রাজি হননি ক্রিকেটাররা।

বৃহস্পতিবার সকালে আবারও নিজের অবস্থান পরিষ্কার করেন মিঠুন। তিনি দেশের একটি গণমাধ্যমকে জানান, ক্রিকেটাররা তাদের সিদ্ধান্তে অটল। উনি দায়িত্বে থাকলে মাঠে নামার প্রশ্নই আসে না তাদের। সব ক্রিকেটারও এ বিষয়ে একমত। আর আজকের প্রথম ম্যাচ যদি না হয়, তাহলে তারা সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি জানাবে।

এদিকে বিষয়টি নিয়ে বিসিবির একাধিক পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। সব মিলিয়ে, আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরুর ঠিক আগমুহূর্তে ক্রিকেটার ও বোর্ডের এই মুখোমুখি অবস্থান দেশের ক্রিকেটকে বড় অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com