বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন

ডীন্স অ্যাওয়ার্ড পেল রাবির ১৩ শিক্ষার্থী

রাবি প্রতিনিধি::

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কলা অনুষদভুক্ত ২০১৮ সালের বি.এ/বি.পি.এ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় বিভিন্ন বিভাগের ১৩ জন শিক্ষার্থীকে ডীন্স অ্যাওয়ার্ড পুরস্কার প্রদান করা হয়েছে।

সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডীন্স কমপ্লেক্সে কলা অনুষদের ডীন অধ্যাপক ড. মো. ফজলুল হকের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- দর্শন বিভাগের শিক্ষার্থী শামীমা তাসনিম, কনিকা রানী সরকার, ইতিহাস বিভাগের সমাপ্তী আক্তার, ইংরেজী বিভাগের শারমিন আক্তার, বাংলা বিভাগের ববিতা খাতুন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আল মামুন, আরবী বিভাগের হাশমতুল্লাহ, ইসলামিক স্টডিজ বিভাগের আল আমিন, সঙ্গীত বিভাগের রুম্মান আরা হোসেন দৃষ্টি, নাট্যকলা বিভাগের রাসেল রানা, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের রওনক জাহান স্বর্ণা, সংস্কৃত বিভাগের মুশফিকা রহমান, উর্দু বিভাগের শামিমা আক্তার।

নাট্যকলা বিভাগের সভাপতি অধ্যাপক মো. আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও আনন্দ কুমার সাহা, জনসংযোগ দফতরের প্রশাসক প্রভাষ কুমার কর্মকার, ইংরেজী বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক পিএম সফিকুল ইসলাম, ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক মর্ত্তুজা খালেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com