শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন
বাঘা (রাজশাহী) প্রতিনিধি:: বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা, আব্দুল খালেক সরকার (৭২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ৯টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি উপজেলার খানপুর গ্রামের মরহুম আবুল কাশেমের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়েসহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মেঝ ছেলে রোকুজ্জামান রিন্টু রাজশাহী জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও জেলা আ’লীগের সদস্য।
প্রাাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল খালেক সরকার রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ছিলেন বলে জানিয়েছেন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আনজারুল ইসলাম। মুক্তিযুদ্ধে তার অবদানের জন্য জাতির কাছে চিরদিন স্বরণীয় হয়ে থাকবেন আব্দুল খালেক সরকার।
মরহুমের পারিবারিক সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৫টায় সুলতানপুর গোরস্থানে জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।