মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন

আড়ানি পৌর নির্বাচন: মেয়র পদে ৩ জনসহ ৪২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, অবৈধ ১

বাঘা (রাজশাহী) প্রতিনিধি::

আগামী ১৬ জানুয়ারি রাজশাহীর আড়ানী পৌরসভার অনুষ্ঠেয় নির্বাচন সামনে রেখে দাখিলকৃত ৪৩ প্রার্থীর মনোনয়নপত্র বাছাই করে, স্বতন্ত্র ১ মেয়র প্রার্থী বাদে ৪২ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষনা করা হয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) যাচাই বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষনা করেন উপজেলা নির্বাহি অফিসার ও রিটার্নিং অফিসার শাহিন রেজা। মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী রিবন আহমেদ এর দাখিলকৃত ভোটারদের মধ্যে কয়েকজনের স্বাক্ষর মিল না পাওয়ায় তার মনোনয়নপত্র অবৈধ ঘোষনা করা হয়েছে বলে জানান রিটার্নিং অফিসার।

মেয়র পদে বৈধ ৩ প্রার্থী হলেন- আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী আড়ানী পৌর আ’লীগের সভাপতি মোঃ শহীদুজ্জামান, বিএনপির দলীয় মনোনীত প্রার্থী আড়ানী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক ও স্বতন্ত্র প্রার্থী, পৌরসভার বর্তমান মেয়র ও পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তার আলী।

সংরক্ষিত নারি কাউন্সিলর পদে ১০ জন হলেন- (সংরক্ষিত ওর্য়াড-১) মোসাঃ হাসনা হেনা বেগম, মোসাঃ অফরোজা বেগম, মোসাঃ ছনিয়া বেগম। (সংরক্ষিত ২), মোসাঃ মুক্তি খাতুন, মোসাঃ আরজু মান্দ বানু, মোসাঃ খাদিজা বেগম। (সংরক্ষিত ৩) সবুর, মোসাঃ ছামিউন বেগম, মোসাঃ মর্জিনা বেগম, মোসাঃ মাসুদা বেগম।

সাধারন কাউন্সিলর পদে ২৯ জন হলেন- (ওয়ার্ড-১) মোঃ রেজাউল করিম, মোস্তাকিন রহমান, মোঃ রবিউর ইসলাম। (ওয়ার্ড-২) মোঃ জিল্লুর রহমান সর্দার, মোঃ নওশাদ আলী সর্দার, মোঃ রফিকুল ইসলাম। (ওয়ার্ড-৩) মোঃ আঃ আওয়াল, মোঃ খোরশেদ আলম, মোঃ আফতাব প্রাং, মোঃ সিহাব উদ্দীন। (ওয়ার্ড-৪) মোঃ সাইদুর রহমান, মোঃ রাশিদুজ্জামান, মোঃ জামাল উদ্দীন, মোঃ মোজাম্মেল হক রাজ। (ওয়ার্ড-৫) মোঃ আব্দুল হাকিম, মোঃ মুক্তার আলী। (ওয়ার্ড-৬) রায়হান কবির, স্বপন সরকার, মোঃ আসাদুজ্জামান। (ওয়ার্ড-৭) মোঃ মামুন উদ্দিন, মোঃ আরিফুল ইসলাম পলাশ, মোঃ মহন আলী, মানিক উদ্দিন। (ওয়ার্ড-৮) মোঃ সাইফুল ইসলাম, শ্রী কার্তিক চন্দ্র হালদার, আল আমিন। (ওয়ার্ড-৯) মোঃ মোশারফ হোসেন, মোঃ জয়নাল আবেদীন, মোঃ আনোয়ার হোসেন।

নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, মেয়র পদে ৭জনসহ মনোনয়নপত্র উত্তোলন করেছেন ৪৯জন। এর মধ্যে ৪ মেয়র প্রার্থীসহ দাখিল করেছিলেন ৪৩ জন।

উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল আলম জানান, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৩০ ডিসেম্বর। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৮৮৪। এরমধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৮৭৮ ও নারী ভোটার ৭ হাজার ১০৬।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com