রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন

এইচএসসি পরীক্ষার ফল আসছে অক্টোবরের মাঝামাঝি

শিক্ষাঙ্গন ডেস্ক ॥
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে প্রকাশ করা হতে পারে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং আন্তঃশিক্ষা বোর্ড সাব-কমিটির সংশ্লিষ্টরা জানিয়েছেন, উত্তরপত্র মূল্যায়নের কাজ শেষ হলেই ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সাব-কমিটির সমন্বয়ক অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির গণমাধ্যমকে বলেন, “বর্তমানে উত্তরপত্র মূল্যায়নের কাজ চলছে। এই প্রক্রিয়া শেষ হওয়ার পরই ফল প্রকাশের পরবর্তী ধাপগুলো শুরু হবে।”

এ প্রসঙ্গে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, এবছর শিক্ষকদের খাতা মূল্যায়নের জন্য বেশি সময় দেওয়া হয়েছে। আগে যেখানে শিক্ষকরা ১৫ দিন সময় পেতেন, সেখানে এবার অনেক বিষয়ে ২০ দিন পর্যন্ত সময় পাচ্ছেন। তিনি আশাবাদী যে, পরীক্ষা শেষ হওয়ার প্রায় ৬০ দিনের মধ্যে অর্থাৎ অক্টোবরের মাঝামাঝি সময়ে ফল প্রকাশ করা সম্ভব হবে।

উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২৬ জুন শুরু হয়েছিল। এতে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী ছিলেন। সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com