বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন

শেখ হাসিনাসহ পলাতক আসামিদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

শেখ হাসিনা। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: আওয়ামী লীগের দীর্ঘমেয়াদি শাসনামলে টিএফআই-জেআইসি সেলের মাধ্যমে সংঘটিত গুম-খুন এবং জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের ঘটনায় দায়ের হওয়া পৃথক মামলাগুলোতে পলাতক আসামিদের হাজিরের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও রয়েছে। ট্রাইব্যুনাল পলাতক আসামিদের আদালতে হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকালে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো: গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো: শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো: মোহিতুল হক এনাম চৌধুরী।

সকালে তিনটি মামলার আনুষ্ঠানিক অভিযোগ নিয়ে শুনানি হয়। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

এছাড়া গুমের দু’টি মামলায় পরবর্তী শুনানির তারিখ আগামী ২০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com