বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন

লোহাগড়ায় ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নড়াইল প্রতিনিধি::

নড়াইলের লোহাগড়ায় ৫০০পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ভোর ৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার এসআই মিল্টন কুমার দেব দাস ও এস আই আতিকুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কামঠানা গ্রামের মৃত উলফাদ মোল্যার ছেলে রমজান মোল্যা (৩৫) কে কালনা ঘাট এলাকা থেকে ৫০পিস ইয়াবাসহ আটক করে। পরবর্তীতে থানায় এনে জিগ্যাসাবাদে জানা যায় সে কক্সবাজার থেকে আরও ইয়াবা ট্যাবলেট পেটের ভিতর করে নিয়ে এসেছে। পরে তার পেট থেকে আরও ৪৫০পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত ৫০০পিস ইয়াবার মূল্য দেড় লক্ষ টাকা।

লোহাগড়া থানা এস আই মিল্টন কুমার দেব দাস জানান, আসামীর নামে চট্রগ্রাম সদর থানায় ইতি পূর্বে মাদক মামলা রয়েছে। আসামী ২০১২ সাল থেকে ইয়াবা ব্যবসার সাথে জড়িত রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com