বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::
ময়মনসিংহের ভালুকায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।
সোমবার (১৪ ডিসেম্বর) সকালে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খন্দকার মোশতাক আহম্মেদ জুয়েলের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল জলিল তালুকদার, সিনিয়র শিক্ষক মাওলানা নাজিম উদ্দিন, সিনিয়র শিক্ষক ছলিম উল্লাহ পাঠান, মোঃ শাহাব উদ্দিন, ইউসুফ আলী, আঃ মোমেন পাঠান, মাহমুদুল হাসান ইমরান, নাঈম বাকিবিল্লাহ, মোকছেদ আলম, মাহবুবুর রহমানসহ অন্যরা। পরে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাও.নাজিম উদ্দিন।
অনুষ্ঠানে অংশ নেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কাজী আফরোজ ফারজানা, শাহজাহান মিয়া, আমিরুল ইসলাম মল্লিক, লুৎফুন্নাহার, জিনাত আরা ইয়াসমিন, মুখছেদুল ইসলাম, মনোয়ারা খাতুন, সিরাজুল ইসলামসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ।