বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০১:৪০ অপরাহ্ন

বাঘায় বিনামূল্যে সেবা পেল সাড়ে চারশ শিশুর মা

বাঘা (রাজশাহী) প্রতিনিধি::

রাজশাহীর বাঘায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সাড়ে চার শতাধিক শিশুর মাকে হেলথ ক্যাম্পে ফ্রি স্বাস্থ্য সেবা দেয়া হয়েছে। আড়ানী দাখিল মাদ্রাসার হলরুমে হেলথ ক্যাম্পের মাধ্যমে তাদের ফ্রি চিকিৎসা দেওয়া হয়।‘কর্মজীবি ল্যাকেটটিং মাদার সহায়তা তহবিল’ কর্মসূচির আওতায় নির্বাচিত ভাতাভোগীদের সেবায় এ হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৭ আগস্ট) দিনব্যাপি ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা।

বক্তব্যকালে তিনি বলেন, সুস্থভাবে জন্ম গ্রহণ করা শিশুরাই দেশের আগামী দিনের ভবিষ্যত সম্পদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মা ও শিশুর স্বাস্থ্যের কথা ভেবে মাতৃত্বকালীন ভাতা এবং ল্যাকটেটিং মাদার সহায়তা প্রবর্তন করছেন। আড়ানী পৌরসভার দায়িত্বপ্রাপ্ত মেয়র ও কাউন্সিলর আবদুস সালামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সিরাজুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার পংকুজ কুমার দেবনাথ। উপস্থিত ছিলেন আড়ানী পৌরসভার সকল কাউন্সিলার ও কর্মকর্তাবৃন্দ।

ডাঃ সিরাজুল ইসলাম জানান, দুগ্ধপান করে এমন শিশুর মাকে এ স্বাস্থ্যসেবা প্রদান করা হযেছে। একইসাথে বিনামূল্যে স্বাস্থ্য উপকরণ হিসেবে সাবান, স্যালাইন, বিস্কুট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com