বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন
বাঘা (রাজশাহী) প্রতিনিধি::
রাজশাহীর বাঘায় অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার চারটি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।
রোববার (৮ সেপ্টেম্বর) রাতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে চারজনের মনোনয়ন চূড়ান্ত করেন দলীয় প্রধান শেখ হাসিনা।
এর আগে ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বর্ধিত সভায় মনোনয়ন প্রত্যাশী ১৮জনের নামের তালিকা দলের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়েছিল। এই তালিকার মধ্যে থেকে চেয়ারম্যান পদে দলের প্রার্থী চূড়ান্ত করা হয়।
চেয়ারম্যান পদে বাজুবাঘা ইউনিয়নে দলীয় মনোনয়ন পেয়েছেন- ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান ফজল, গড়গড়ি ইউনিয়নে- ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য, সাবেক ছাত্রনেতা রবিউল ইসলাম রবি, পাকুড়িয়া ইউনিয়নে- রাজশাহী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দীন সরকার ও মনিগ্রাম ইউনিয়নে- ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপির এপিএস সিরাজ উদ্দীন ও বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল।
মনোনয়ন চেয়ে দলীয় কার্যালয় থেকে ফরম তুলেছিলেন-বাজুবাঘা ইউনিয়নের ফজলুর রহমান, দুলাল হোসেন, রফিজ উদ্দিন ও আব্দুল নুহু সরকার,সাহার উদ্দীন ঝন্টু। গড়গড়ি ইউনিয়নের রবিউল ইসলাম, জুলফিকার আলী, শাহাবুদ্দিন, ফেরদৌস, আরিফ পিন্টু আব্দুর রাজ্জাক ও শাহাজামাল ওরফে লিটন সরকার। পাকুড়িয়া ইউনিয়নের আব্দুর রহমান, মেরাজুল ইসলাম, মোজাম্মেল হক ভাদু ও জহুরুল হক স্বপন এবং মনিগ্রাম ইউনিয়নের সাইফুল ইসলাম, জিল্লুর রহমান, আফাজ উদ্দিন ও রেজাউল হক মাসুম।
নির্বাচন অফিস সুত্রে জানা গেছে,বাঘা পৌরসভার সীমানা বাড়ানোর কারণে, ৪টি ইউনিয়নের সীমানা নিয়ে একের পর এক আদালতে মামলা করা হয়। এ মামলা খারিজ হয় প্রায় ১৬ বছর পর। নির্বাচনে আর কোন বাঁধা না থাকায় গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় বাংলাদেশ নির্বাচন কমিশনের উপ সচিব আতিয়ার রহমান এ তফশিল ঘোষনা করেন।
প্রায় ১৬ বছর আগামী ১৪ অক্টোবর উপজেলার বাজুবাঘা, গড়গড়ি, পাকুড়িয়া ও মনিগ্রাম ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বাঘা উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল আলম জানান, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ আগামী ১২ সেপ্টেম্বর, ১৫ সেপ্টেম্বর যাচাই-বাছাই, ২২ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার। এর আগে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০০৩ সালে।