বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৬:৩১ পূর্বাহ্ন
এস.এম. সাঈদুর রহমান সোহেল, খুলনা ব্যুরো::
খুলনার ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভীন সুলতানাসহ নতুন করে আরও ৩৭জনের নমুনা করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
রোববার রাতে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের প্রকাশিত রিপোর্টে এ তথ্য প্রকাশ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ।
তিনি জানিয়েছেন, ২৮২টি নমুনার মধ্যে ৩৭টি নমুনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে খুলনা জেলার রয়েছে ২৯টি। বাদবাকিগুলোর মধ্যে যশোরের চারটি, সাতক্ষীরার একটি, বাগেরহাটের দুটি এবং নড়াইলের একটি নমুনা পজেটিভ হয়।
এদিকে, করোনা রোগী শনাক্তের কারণে জেলা প্রশাসন নগরীর ৭টি এলাকা লকডাউন ঘোষণা করেছে। ঘোষিত এলাকাগুলো হচ্ছে- নগরীর দক্ষিণ টুটপাড়াস্থ ১৪৯ ও ১৯৪ নং তালতলা হাসপাতাল রোড, ২৩নং সাউথ সেন্ট্রাল রোড, খালিশপুর আবাসিক এলাকার ১৫০নং রোডের ৪৮নং বাড়ি, ক্রিসেন্ট জুটমিল কর্মকর্তাদের আবাসিক ভবন ‘শিউলী’ এবং খালিশপুরের মুজগুন্নি মেইন রোডস্থ ৫৩৫ নং বাড়ি।
খুমেক’র পিসিআর ল্যাবের সূত্র জানান, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে রয়েছেন ফুলতলার ইউএনও পারভীন সুলতানা (৩৫) ও মিরেরডাঙ্গায় মোঃ আসাদুজ্জামান (৫৩), রূপসা উপজেলার দেয়াড়া গ্রামের বেলাল তালুকদার (৩৮), ডুমুরিয়া উপজেলার আরাজী এলাকায় সজিব বিশ্বাস (২২), দাকোপ উপজেলার বাজুয়া এলাকার সুরাইয়া খাতুন (১১), তুহিন মির্জা (৪৬), আমতলা বানিয়াশান্তার হিমাদ্রী মন্ডল (৩০), পাইকগাছার সেলিম নেওয়াজ (৪২), কপিলমুনির প্রসেনজিৎ মন্ডল (২৫), তেরখাদা উপজেলার চরকুশলার ফরিদুর রহমান (৪২), যুবায়ের হোসেন (৩০), দিঘলিয়ার বারাকপুরের মোঃ মমিন শেখ (৪০), সেনহাটির ওহিদুল ইসলাম (৬০)।
খুলনা মহানগরের আক্রান্তরা হলেন- নগরীর ৭/৩ মিস্ত্রীপাড়ায় শেখ মোঃ শহীদুল আলম (৪৫), সিএসএস আভা সেন্টারে কর্মরত মোঃ আবু রায়হান (২৩), বাগমারা মেইন রোডের বাসিন্দা মনোয়ারা (৪৫), ফরাজীপাড়ার মোঃ আমজাদ হোসেন (৬৫), ছোট বয়রা এলাকার ডাঃ মোঃ নুরুল হুদা (৩৩), শেখপাড়া এলাকার এস এম সাঈদুর রহমান (৫১), খালিশপুরের মোঃ সাহিদুল ইসলাম (৪৬), রনজিত মন্ডল (৫০), সোহেল মল্লিক (২৮), বসুপাড়া এলাকায় শামিম আব্বাস কনা (২৭), আবুনাসের হাসপাতালে কর্মরত সুজন সমাদ্দার ও মামুন মুন্সি, টুটপাড়ার লালু আক্তার (৬৫), খুলনা করোনা হাসপাতালে কর্মরত হেলেনা খাতুন (৩০) ও হাফিজুর রহমান (২৫)।
খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভীন সুলতানা পারভীনের শরীরে করোনার কোনো উপসর্গ নেই। এ কারণে তাকে প্রাথমিকভাবে হোম আইসোলেশনে রাখা হয়েছে।