শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি : পবিত্র হজ্ব পালন করতে দীর্ঘ আট মাস হেঁটে বাংলাদেশ থেকে সৌদি আরব পৌঁছেছেন কুমিল্লার নাঙ্গলকোটের আলিফ মাহমুদ আদিব। গত জুলাই মাসে নাঙ্গলকোট থেকে পবিত্র নগরী মক্কার উদ্দেশে রওয়ানা হন তিনি। পবিত্র নগরী মক্কা এবং মদিনায় ওমরা শেষে অপেক্ষা করবেন হজ্বের জন্য।
রোববার (১৭ মার্চ) চ্যানেল আই’র সৌদি আরব প্রতিনিধি জানান, হাঁটতে হাঁটতে কথা হয় আলিফের সাথে। তিনি জানিয়েছেন তার বিচিত্র অভিজ্ঞতার কথা।
আদিব ইতোমধ্যে হেঁটেছেন প্রায় ছয় হাজার কিলোমিটার পথ। অতিক্রম করেছেন ভারত, পাকিস্থান, ইরান, সংযুক্ত আরব আমিরাত। সৌদি আরব প্রবেশ করে রাজধানী রিয়াদ থেকে মক্কার পথে রয়েছেন আলিফ।
তিনি বলেন, চলতি পথে বিভিন্ন দেশের ভেতর দিয়ে বিভিন্ন জনপদে হাঁটার সময় বিচিত্র অভিজ্ঞতা হয়েছে। গত আট মাস ধরে কখনও হেঁটেছেন উত্তপ্ত মরুভূমির মধ্য দিয়ে একাকী নির্জনে। আবার কখনও কনকনে ঠান্ডায় সড়ক-মহাসড়ক ধরে চলেছেন সামনের দিকে। এমনকি পড়েছেন ছিনতাই কারীর কবলেও। আবার পুলিশও তার সাথে চলেছেন মাইলের পর মাইল পথ।
আবেগ আপ্লুত হয়ে তিনি বলেন, ‘দেশে দেশে ভিন্ন ভিন্ন ভাষার মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন বারবার।’ কয়েকদিনের মধ্যেই আলিফ পৌঁছে যাবেন মক্কা আল মোকাররমায়। পালন করবেন পবিত্র ওমরা। এরপর সেখান থেকে হেঁটে যাবেন মদিনা আল মনোয়ারায়। এরপর অপেক্ষা করবেন আসন্ন হজ্বের জন্য। পালন করবেন পবিত্র হজ্ব। গড়বেন এক নতুন রেকর্ড। বাঙালির গৌরবের পাখায় যুক্ত হবে আরেকটি নতুন পালক।
দীর্ঘ দিনের স্বপ্ন পূরণে পবিত্র ওমরা ও হজ্ব পালন করতে ২০২৩ সালের জুলাই মাসে কুমিল্লার নাঙ্গলকোট থেকে পবিত্র নগরী মক্কার উদ্দেশে হাঁটা শুরু করেন আলিফ মাহমুদ আদিব।