বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ন

নড়াইলে মাদকসেবীদের হামলায় ইউপি সদস্যসহ আহত ৩, গ্রেফতার ১

নড়াইল প্রতিনিধি::

মাদক সেবনে বাঁধা দেয়ার অভিযোগে খাশিয়াল ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) কাবির বিশ্বাসসহ (৩৬) পুঠিমারী গ্রামের ইমামুল সিকদার (৩২) ও আতাউর শিকদারকে কুপিয়ে গুরুতর জখম করেছে মাদকসেবীরা। এদের মধ্যে কাবির ও ইমামুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মাথা, পিঠ, কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে নড়াইলের নড়াগাতি থানার পুঠিমারী গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, পুঠিমারী গ্রামের হৃদয় শেখ, ছমির শেখসহ কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসাসহ সেবন করে আসছে। পুঠিমারী গ্রামের আতাউর শিকদার মাদক সেবনে বাঁধা দেয়ায় হৃদয়, ছমির, খবির, জনি, চয়ন ও রাতুলসহ তাদের লোকজন ক্ষিপ্ত হয়ে আতাউর শিকদারকে মারপিট করে। ঠেকাতে গেলে তারা খাশিয়াল ইউপি সদস্য কাবির বিশ্বাস ও ইমামুল সিকদারের ওপর হামলা চালায়।

নড়াগাতি থানার ওসি আলমগীর কবীর বলেন, মাদকের প্রতিবাদ করায় এ মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুঠিমারী গ্রামের দুলাল মিয়ার ছেলে ফেরদৌসকে (২৫) গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com