শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

দু’বছর পর স্বাভাবিক অবস্থায় ফিরেছে শিক্ষাপ্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টারঃ দীর্ঘ ২ বছর পর স্বাভাবিক অবস্থায় ফিরেছে দেশের শিক্ষা কার্যক্রম। করোনার রক্তচক্ষুকে পাশ কাটিয়ে পুরোদমে ক্লাসে গিয়েছে শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দেখা গেছে উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ।

২০২০ সালের ১৭ মার্চ থেকে কয়েক দফায় ছুটি বাড়িয়ে মোট ৫৭২ দিন বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার্থীদের ফেরানো হলেও স্বল্প পরিসরে চলছিল ক্লাস। পুরোদমে শিক্ষাপ্রতিষ্ঠান চালু হওয়ায় রাজধানীজুড়ে প্রচণ্ড যানজটও সৃষ্টি হয়।গতকাল রাজধানীজুড়ে সকাল থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানগামী শিক্ষার্থী-অভিভাবকদের কর্মব্যস্ততা দেখা যায়।

করোনাভাইরাস মহামারি শুরুর পর একে একে বন্ধ হয়ে যায় দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষাকে সচল রাখতে অনলাইন, টেলিভিশনসহ নানা মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালু রাখার চেষ্টা চালায় সরকার। এরপর শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ফেরানো হলেও নেয়া হয়নি পুরোদমে ক্লাস।

অচলাবস্থা ভেঙে গতকাল মঙ্গলবার থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে স্বাভাবিকভাবে ক্লাস শুরু হয়েছে। পুরোদমে শ্রেণি পাঠদান শুরু করতে মূল বাধা ছিল ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের দুই ডোজ টিকা দেয়া। এই তালিকায় থাকা ৩৯ লাখ ৬৩ হাজার ৯৫ জন শিক্ষার্থীকে টিকার আওতায় আনার চ্যালেঞ্জ ছিল সরকারের। তথ্যানুযায়ী, প্রথম ডোজ অন্তত ৯৮ শতাংশ ও দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮০ শতাংশ শিক্ষার্থী। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সরকার থেকে জোর দেয়া হয়। তবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি মানতে উদাসীনতা লক্ষ্য করা যায় বেশ। রাজধানীর মতিঝিল গার্লস হাইস্কুলে দেখা যায়, শিক্ষার্থীরা সকাল থেকেই আসতে শুরু করেছেন ক্লাসে। ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল সন্তোষজনক। আর এই দীর্ঘ সময়ে অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে আসলেও বঞ্চিত ছিল প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীরা।

এই খুদে শিক্ষার্থীদের ক্লাসে ফেরানো হয় দীর্ঘ ২ বছর পর। শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষকরা। জীবনের প্রথমবার স্কুলের স্বাদ পেয়ে বেশ খুশি তারা।

উল্লেখ্য, করোনা মহামারির কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। এরপর ২০২১ সালের ১২ সেপ্টেম্বর প্রাথমিক থেকে শুরু করে উচ্চশিক্ষা স্তরের প্রতিষ্ঠান খুলে দেয়া হয়। তবে বন্ধ থাকে প্রাক-প্রাথমিক স্তর। চলতি বছরের শুরুতে সংক্রমণ আবারো বেড়ে গেলে ২১ জানুয়ারি থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়।

এক মাস পর গত ২২ ফেব্রুয়ারি প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং উচ্চশিক্ষা স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়। দুই বছর বন্ধ থাকার পর সারা দেশের প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে মঙ্গলবার থেকে। সপ্তাহের মঙ্গল ও রোববার দুইদিন ক্লাস অনুষ্ঠিত হবে তাদের।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com