শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

জকসু নির্বাচন স্থগিত

বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে জকসু নির্বাচন স্থগিত করা হয়েছে। 

জবি প্রতিনিধি:: ইতিহাসে এই প্রথম আয়োজিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম সিন্ডিকেট সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

নির্বাচনের পরবর্তী সময়সূচি সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

আজ সকাল ৮টা ৩০ মিনিটে ভোটগ্রহণ শুরুর নির্দেশনা থাকলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়। এ সময় সিন্ডিকেটের সিদ্ধান্ত সাপেক্ষে নির্বাচন স্থগিতের কথা জানায় প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com