বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

চাঁদপুরে খড়ের গাদা থেকে টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার

উদ্ধারকৃত টাকা ও স্বর্ণালঙ্কার

চাঁদপুর প্রতিনিধি:: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একটি আবাদি জমির খড়ের গাদা থেকে পরিত্যক্ত অবস্থায় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে নগদ ২ লাখ ৩৯ হাজার ২৫০ টাকা ও প্রায় সাড়ে ছয় ভরি স্বর্ণালঙ্কার।

বুধবার (১৪ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান।

পুলিশ জানায়, বুধবার দুপুর ১২টা ৪৫ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর আসে, উপজেলার ছেংগারচর পৌর এলাকার বড় ঝিনাইয়া গ্রামে দুলাল বেপারীর মালিকানাধীন জমিতে খড়ের গাদার ভেতরে দুটি সন্দেহজনক ব্যাগ পড়ে আছে। বিষয়টি পুলিশকে জানান স্থানীয় যুবক আল মামুন টিটু।

খবর পেয়ে ওসি মো. কামরুল হাসানের নেতৃত্বে এসআই জাফর আহমেদ ও এসআই মাহফুজুর রহমানসহ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়।

স্থানীয়দের উপস্থিতিতে খড়ের গাদা তল্লাশি করে একটি কালো রঙের ভ্যানিটি ব্যাগ থেকে নগদ ২ লাখ ৩৯ হাজার ২৫০ টাকা পাওয়া যায়। এছাড়া একটি শপিং ব্যাগের ভেতর থাকা বিভিন্ন জুয়েলারি প্রতিষ্ঠানের বাক্স ও ছোট ব্যাগ থেকে মোট ছয় ভরি চার আনা পাঁচ রতি ছয় পয়েন্ট স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

চাঁদপুরের মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া টাকা ও স্বর্ণালঙ্কার আমরা আইনানুগভাবে জব্দ করে থানায় নিয়ে এসেছি। এগুলোর প্রকৃত মালিক শনাক্তে আমাদের তদন্ত কাজ চলছে। কেউ যদি এই মালামালের বৈধ মালিকানা দাবি করেন, তবে প্রয়োজনীয় নথিপত্রসহ চাঁদপুর বিজ্ঞ আদালতে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com