বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৮:১৪ পূর্বাহ্ন

খুলনা জেলা কারাগার থেকে মুক্তি পেলেন ২ বন্দী

খুলনা ব্যুরো::

করোনায় সরকারের সাধারণ ক্ষমার আওতায় খুলনা জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন ২জন।

সোমবার দুপুর ২টা ১০ মিনিটে তারা খুলনা জেলা কারাগার থেকে মুক্তিলাভ করেন। বিষয়টি খুলনা জেলা কারাগার কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।

মুক্তিপ্রাপ্তরা হচ্ছে- খুলনার মো. কিবরিয়া শেখ এবং যশোরের মো. সবুজ। চুরি মামলায় তারা খুলনা জেলা কারাগারে এক বছরের সাজা ভোগ করছিলেন। ইতিমধ্যেই চার মাসের কারাদ- ভোগ করেছেন তারা।

খুলনা জেলা কারাগারের সুপার মো. ওমর ফারুক জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ (কারা-২) শাখার ২৯ এপ্রিলের প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী ফৌজদারী কার্যবিধির ৪০১(১) ধারার প্রদত্ত ক্ষমতাবলে সরকার কর্তৃক উল্লিখিত ২জন বন্দীর অবশিষ্ট কারাদন্ড মওকুফ করা হয়েছে। তাদের কাছ থেকে জরিমানার অর্থ আদায়পূর্বক সোমবার দুপুরে খুলনা জেলা কারাগার থেকে মুক্তি প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত, করোনার কারণে সরকার লঘুদন্ড ও ২০ বছরের অধিক সাজাপ্রাপ্তদের মুক্তির সিদ্ধান্ত নিয়েছে। তারই অংশ হিসেবে খুলনা জেলা কারাগার থেকে এ ধরণের ৬৮জনকে মুক্তির প্রস্তাব করা হয়। কিন্তু প্রথম দফায় খুলনা কারাগার থেকে কাউকে মুক্তি দেয়া হয়নি। দ্বিতীয় দফায় ১৪জনকে মুক্তির প্রস্তাব দেয়া হয়। ওই ১৪ জনের মধ্য থেকে ২জনকে মুক্তি প্রদান করা হলো। খুলনা জেলা কারাগারের ধারণ ক্ষমতা ৬০৮জন হলেও সোমবার পযৃন্ত ১ হাজার ৪৮৫জন বন্দী রয়েছে বলে জানিয়েছেন জেল সুপার ওমর ফারুক।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com