বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৬:৩০ পূর্বাহ্ন

খুলনায় করোনার উপসর্গ নিয়ে নারীসহ ৪জনের মৃত্যু

খুলনা ব্যুরো::

খুলনায় করোনার উপসর্গ নিয়ে এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিভিন্ন সময় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা সাসপেকটেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃত ব্যক্তিরা হলেন, খুলনা মহানগরীর খানজাহান আলী থানার কুয়েট মোড়ের আব্দুল হাইয়ের স্ত্রী মরিয়ম (৫৬), বাবু খান রোডের মৃত সুলতান আলীর ছেলে পান্না ওয়াজেদ (৭০), টুটপাড়ার সুন্দরবন কলেজ এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে মহাসিন খোকন (৫৫) ও নড়াইল সদর উপজেলার মহেশখোলা গ্রামের মৃত আক্কাস শেখের ছেলে কাশেম শেখ (৩৬)।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ও করোনা ওয়ার্ডের মুখপাত্র ডা. মিজানুর রহমান জানান, মরিয়ম গত চারদিন ধরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে খুমেকের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার বেলা সোয়া ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এদিকে, জ্বর ও শ্বাসকষ্ট অবস্থায় সোমবার বিকাল পৌঁনে ৫টায় পান্না ওয়াজেদকে হাসপাতালে ওয়ার্ডে ভর্তি করা হয়। এছাড়া তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৫টায় তার মৃত্যু হয়।

এছাড়া করোনার উপসর্গ নিয়ে নগরীর টুটপাড়ার সরকারি সুন্দরবন কলেজ এলাকার মহাসিন খোকন সোমবার দুপুর সোয় ১২টায় হাসপাতালে ভর্তি হন। দু’দিন ধরে তিনি জ¦র ও শ্বাসকষ্টে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১১টায় তার মৃত্যু হয়।

অপরদিকে, জ¦র ও শ্বাসকষ্ট নিয়ে কাশেম শেখ সোমবার বিকাল সোয়া ৫টায় খুমেক হাসপাতালের করোনা সাসপেকটেড আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত পৌঁনে ২টায় তার মৃত্যু হয়। করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান ডা. মিজানুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com