সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

কুড়িগ্রাম-৩ আসনে দ্বৈত নাগরিকত্ব থাকায় জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত

‎উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:: ‎কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়ায় দ্বৈত নাগরিকত্ব থাকায় জামায়াতে ইসলামীর প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করা হয়েছে।

‎শুক্রবার (২ জানুয়ারি) মনোনয়নপত্র বাছাই শেষে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করেন রিটার্নিং অফিসার। একই সঙ্গে কাঙ্ক্ষিত সমর্থক ভোটারের স্বাক্ষর জালের অভিযোগে ওই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেওয়া বিএনপি নেতা আব্দুল খালেকের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

‎রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহী যুক্তরাজ্য ও বাংলাদেশের নাগরিক। তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করার আবেদন করলেও সে ব্যাপারে কোনো সিদ্ধান্তের প্রমাণ জমা দেননি। দ্বৈত নাগরিকত্ব বহাল থাকায় তার মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করা হয়েছে। যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগের উপযুক্ত প্রমাণ জমা দেওয়ার জন্য তাকে শুক্রবার বিকাল পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

‎কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র বাছাইয়ের আজ দ্বিতীয় দিন। আজ কুড়িগ্রাম-৩ (উলিপুর) ও কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও চর রাজিবপুর) আসনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই চলছে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুড়িগ্রাম-৩ আসনের মনোনয়নপত্র বাছাই শেষ হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com