শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন
আলহাজ হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈরে প্রকাশ্যে দিবালোকে জমি দলিল করার জন্য পে-অর্ডারের প্রায় ৯ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
বুধবার দুপুরে উপজেলার লতিফপুর এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনার পর হতাশায় পড়েছেন ৮টি জমির দলিলের দাতা-গ্রহিতা ও দলিল লেখকরা (ভেন্ডার)।
এলাকাবাসী, দলিল দাতা-গ্রহিতা, ভেন্ডার সমিতি ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকায় পাশাপাশি কালিয়াকৈর থানা, উপজেলা প্রশাসন, উপজেলা সাব-রেজিস্ট্রার ও কালিয়াকৈর দলিল লেখন ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির অফিস। বুধবার দুপুরে ওই সমিতির সমিতির কয়েকজন সদস্যের (দলিল লেখক) কাছে ৮টি দলিল প্রস্তুত করেন জমির দাতা-গ্রহিতারা। এসব দলিলের জন্য মোট ৮ লক্ষ ৭৫ হাজার ২০০ টাকা পে-অর্ডার করার কথা ছিল। ওই সমিতির স্ট্যাম্প ভেন্ডার জুলহাস উদ্দিনের ছেলে প্রিন্স ও ভাগনে রাশেদ ওই টাকা নিয়ে পে-অর্ডার করতে অটোরিকশা যোগে উপজেলার কালিয়াকৈর বাজার এলাকায় সোনালী ব্যাংকে যাচ্ছিলেন। যাওয়ার পথে ওই ভেন্ডার সমিতির অফিসের পাশে ও উপজেলা খাদ্য গুদামের সামনে পৌছলে পিছন থেকে সাদা রংয়ের একটি প্রাইভেটকার তাদের গতিরোধ করে। কিছু বুঝে উঠার আগেই দুইজন ছিনতাইকারী প্রাইভেটকার থেকে নেমে প্রিন্সের হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। এসময় দ্রুতগতিতে প্রাইভেটকার নিয়ে কালিয়াকৈর বাজারের দিকে চলে যায় ছিনতাইকারীরা। পরে কালিয়াকৈর থানায় অবগত করে ওই ভেন্ডার সমিতির সদস্যরা। এরপর তদন্তে নামে কালিয়াকৈর থানা পুলিশ। এদিকে এ ছিনতাইয়ের ঘটনার পর হতাশায় পড়েছেন ৮টি জমির দলিলের দাতা-গ্রহিতা ও দলিল লেখকরা (ভেন্ডার)।
কালিয়াকৈর দলিল লেখন ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সভাপতি আজিজুল রহমান জানান, ওই ছিনতাইয়ের ঘটনার পর কালিয়াকৈর থানায় জানানো হয়েছে। খবর পেয়ে ওই ছিনতাইয়ের ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
এব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল মান্নান জানান, ওই ঘটনায় এখনো থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। তবে ছিনতাইয়ের খবর পেয়ে বিষয় নিয়ে তদন্তে নেমেছে থানা পুলিশ।