শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ ২০২৩ সাল থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ছুটি ২ দিন থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নতুন কারিকুলাম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
২০২১ শিক্ষাবর্ষে নতুন কারিকুলাম (যোগ্যতা ভিত্তিক) পাঠদান শুরু করার কথা থাকলেও করোনার কারণে তা সম্ভব হয়ে উঠেনি। পরবর্তীতে ২০২২ শিক্ষাবর্ষে নতুন শিক্ষাক্রমের ‘পাইলটিং’ বা পরীক্ষামূলক পাঠদান শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। যা আগামী ২২ ফ্রেব্রুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হলে নতুন কারিকুলামে শিক্ষাক্রম চালু করা হবে।
শিক্ষামন্ত্রী নতুন কারিকুলামের পাইলটিংয়ের জন্য নির্বাচিত ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণির জন্য নির্ধারিত পাঠ্যপুস্তক বিতরণ করেন।
তিনি বলেন, ২০২৪ সাল থেকে নবম শ্রেণিতে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান (আর্টস, কমার্স ও সায়েন্স) বিভাগ আর থাকছে না। শিক্ষামন্ত্রী বলেন, শুধু জ্ঞান নয়, এর সাথে দক্ষতা অর্জনই মূলত নতুন কারিকুলামের লক্ষ্য। সেটি বাস্তবায়নেই আমাদের আগামী দিনের পথচলা।
শিক্ষামন্ত্রী বলেন, এখন পাইলটিং চলবে। ৬২ শিক্ষাপ্রতিষ্ঠানে এটি বাস্তবায়িত হবে। এটা সফল হতে পারলে ২০২৩ সাল থেকে প্রাথমিকভাবে ষষ্ঠ, ৭ম শ্রেণি থেকে বাস্তবায়ন করবো। ২০২৪ সালে এসে ৮ম নবম শ্রেণিতে এটি বাস্তবায়িত হবে। সে হিসেবে ২০২৪ সাল থেকে আর আর্টস, কমার্স, সায়েন্স বিভাগ থাকছে না।
তিনি আরও বলেন, আমরা দেখব নতুন কারিকুলাম অনুযায়ী শিক্ষার্থীরা দক্ষতা সম্পন্ন হচ্ছেন কি-না। বঙ্গবন্ধুর আদর্শ অনুযায়ী সঠিক মানুষ হিসেবে গড়ে উঠছে কি-না। সেটি এখন দেখার বিষয়।