বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন

কুড়িগ্রামে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। কুড়িগ্রাম জেলা বিসিক’র আয়োজনে জেলা আউটার স্টেডিয়াম সংলগ্ন স্বাধীনতার বিজয় স্তম্ভ চত্বরে ৮ থেকে ১৭ ফেব্রুয়ারি ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্য হামিদুল হক খন্দকার।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম সহ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রেদওয়ানুল হক দুলাল, নাসিব কুড়িগ্রামের সভাপতি মোঃ রেজাউল ইসলাম, কুড়িগ্রাম বিসিক এর উপব্যবস্থাপক শাহ মোহাম্মদ জোনায়েদ, ক্রীড়া সংস্থার সহ সভাপতি সাইদ হাসান লোবান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অলক সরকার সহ কুড়িগ্রাম জেলার উদ্যোক্তাবৃন্দ।

মেলায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তারা তাদের উৎপাদিত পন্য ও হস্ত কুটির শিল্পের বিভিন্ন পন্য প্রদর্শিত করছে তাদের স্টলে। মেলায় আগত সকল নাগরিকবৃন্দ এ সকল স্টল থেকে তাদের প্রয়োজনীয় পন্য ক্রয় করতে পারবেন। কুড়িগ্রামের বিভিন্ন পর্যায়ের উদ্দ্যোক্তারা যাতে দেশে বিদেশে তাদের ব্যবসাকে নানা মাধ্যমে সম্প্রসারিত করতে পারেন, সে লক্ষ্যে অতিথিবৃন্দ উদাহরন, প্রেরণা ও প্রেষণা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com