শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:২১ অপরাহ্ন

অজিদের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার, একুশের কণ্ঠ অনলাইন:: নিজেদের সর্বশেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয়ে আসরে শেষ আটে নিজেদের জায়গা অনেকটাই পোক্ত করেছে বাংলাদেশ। এবার তা শক্ত করার পালা। কেননা এই তালিকার ওপরই নির্ভর করছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির মূল পর্বে খেলা।

অন্যদিকে অজিদের জন্য ম্যাচটি কেবলই নিয়মরক্ষার। নিজেদের শেষ ম্যাচের আগেই সেমির জায়গা নিশ্চিত করেছে প্যাট কামিন্সের দল।

পুনেতে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে তারা। গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল স্টার্ক আছেন বিশ্রামে। তাদের পরিবর্তে একাদশে ফিরেছেন স্টিভ স্মিথ ও শন অ্যাবোট। অন্যদিকে বাংলাদেশের একাদশেও এসেছে দুই পরিবর্তন। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ও পেসার তানজিম হাসান সাকিবের পরিবর্তে একাদশে এসেছেন দুই স্পিনার মাহেদী হাসান ও নাসুম আহমেদ।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহেদী হাসান, নাসুম আহমেদ।

অস্ট্রেলিয়া একাদশ: ট্র্যাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, জশ ইঙ্গলিস মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবোট, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com