শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::
শ্রীনগরে প্রথম শ্রেনীতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগে ইকবাল হোসেন (৪০) নামে এক লম্পটকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার পূর্ব হাসাড়গাও গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, শনিবার সন্ধ্যায় ওই গ্রামের মৃত তাসের আলীর ছেলে দুই সন্তানের জনক ইকবাল হোসেন প্রতিবেশী (৫) বছরের এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে বাড়ীর পাশে একটি ঝোপের মাঝে নিয়ে ধর্ষনের চেষ্ঠা করে। এ সময় শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে লম্পট ইকবাল পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে অনেক খোজাখুজির পর পুকুরে কচুরীপানার নিচে ঘুপটি মারা অবস্থায় আটক করে। রাত ১০ টার দিকে থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্য মোঃ হেদায়েতুল ইসলাম ভূঞা জানান, অভিযোগ পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযুক্তকে আটক করা হয়েছে।প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।