বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগরে পুর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় এক গৃহবধূ আহত হয়েছে। হামলার শিকার দ্বীপা বেগম (৩৫) নামে ওই গৃহবধূ চিকিৎসাধীন আছেন।
রোববার সকালে ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয়ের সামনে এই হামলার ঘটনা ঘটে। দ্বীপা বেগম ওই এলাকার মৃধাপাড়ার সামসুল হক বেপারীর স্ত্রী।
এঘটনায় আহত গৃহবধুর স্বামী কয়েকজনকে আসামী করে শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করেছে।
স্থানীয়রা জানায়, পূর্বশত্রুতার জের ধরে এই হামলার ঘটনা ঘটে। আহত গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
আহত গৃহবধূ দ্বীপা বেগম বলেন, একই এলাকার পাকিরাপাড়া বাবার বাড়িতে যাওয়ার পথে তারা আমার ওপর হামলা চালায়। এসময় তারা আমার কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এবিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. হেদায়াতুল ইসলাম ভূঞা জানান, অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।