বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে অসহায় দরিদ্র শীতার্ত নারী পুরুষের মধ্যে কম্বল বিতরণ হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় পুরাতন ফেরীঘাট এলাকার রাজ রানী কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে উপজেলা যুবদলের আয়োজনে এই কম্বল বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি আব্দুল বাতেন খান শামীম।
শ্রীনগর উপজেলা যুবদলের সভাপতি জয়নাল আবেদীন মৃধা জেমসের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় এ সময় বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম কানন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, বিএনপি নেতা আশ্রাফ হোসেন মিলন, সিদ্দিকুর রহমান মিলন, শহিদুল ইসলাম কাড়াল, সাবেক যুবদল নেতা হাফিজুল ইসলাম খান, শেখ মজিবর রহমান, জহিরুল হক মাসুদ, সিরাজ তালুকদার, ইমরান হোসেন ওয়াসিম, নুরুল ইসলাম পার্থ প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন ফয়সাল আহমেদ, প্রিন্স নাদিম, এসএম শাহ আলম, এসএম খোকন, সোহেল মাহমুদ, মামুনুর রশিদ, ফারুক মৃধা, সোহেল খান, শামিউর রহমান দ্বীপুসহ দলীয় নেতাকর্মী বৃন্দ।