বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগরে রোলার চাপায় মাথা বিচ্ছিন্ন হয়ে এক অটোচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বেজগাঁও বাস স্টান্ডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাটাভোগ ইউনিয়নের জুশুরগাও গ্রামের অটোচালক মোঃ জুলহাস (৫০) সার্ভিস লেনে তার অটোরিক্সাটি দাঁড় করিয়ে রেখেছিল। এমন সময় পদ্মাসেতুর সংযোগ রেল পথের কাজে নিয়োজিত একটি রোলার উল্টোপথে যাওয়ার সময় তাকে চাপা দেয়। এতে অটোচালক জুলহাসের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয়রা জানায়, জুলহাস পাটাভোগ ইউনিয়নের নারী সদস্য রোকেয়া বেগমের ভাই। প্রায় ১৫দিন আগে জুলহাসের বাবা মোঃ তাইজুদ্দিন দেওয়ানও সড়ক দুর্ঘটনায় মারা যান।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে অটোচালককে মৃত অবস্থায় উদ্ধার করেছি।