মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
মোঃ নাসির খান, শরীয়তপুর প্রতিনিধি ॥
শরীয়তপুরের জাজিরা উপজেলায় আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ঠেকাতে চিরুনি অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।
সোমবার (১২ জানুয়ারি ২০২৬) সকাল ১১টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক, একটি ড্রোন এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বিলাসপুর এলাকায় সাম্প্রতিক সময়ে ধারাবাহিক বোমা বিস্ফোরণের ঘটনায় জনমনে চরম আতঙ্ক সৃষ্টি হওয়ায় এই চিরুনি অভিযান শুরু হয়। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও গোয়েন্দা বিভাগের পাশাপাশি বোম ডিসপোজাল ইউনিট অংশ নেয়। বিশেষ নজর কেড়েছে সেনাবাহিনীর প্রশিক্ষিত ‘ডগ স্কোয়াড’, যাদের সহায়তায় মাটির নিচে ও ঝোপঝাড়ে লুকিয়ে রাখা ৪৫টি তাজা ককটেল শনাক্ত করা হয়। উদ্ধারকৃত ককটেলগুলো বর্তমানে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর হোসেন জানান, নাশকতার পরিকল্পনার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার এই ইউনিয়নের মুলাই বেপারী কান্দি গ্রামে ককটেল তৈরির সময় এক ভয়াবহ বিস্ফোরণে দুইজন নিহত ও একজন গুরুতর আহত হন। সেই ঘটনার পর থেকে পুরো এলাকা থমথমে ছিল। আজকের অভিযানে ড্রোন উদ্ধারের বিষয়টি নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। যা দিয়ে অপরাধীরা এলাকা রেকি করত বলে ধারণা করছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।