শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন
মো: রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর প্রতিনিধি:: মার্চ-এপ্রিল ২ মাস মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা সংরক্ষণ ও ইলিশসহ সকল ধরনের মাছ আহরণ কার্যক্রম বাস্তবায়নে লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা ৪ মার্চ (মঙ্গলবার) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া, জেলা মৎস্য কর্মকর্তা মো: বিল্লাল হোসেন, সিনিয়র সহকারী পরিচালক জসীম উদ্দিন, নৌ পুলিশের মজু চৌধুরী হাট শাখার ইনচার্জ সোহেল আহমদসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় জেলা প্রশাসক রাজীব কুমার সরকার জানান, মেঘনা নদীতে ২ মাস জাটকাসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এসময় নদীতে অভিযান কঠোর করা হবে। আজকের সভায় সে সিদ্ধান্ত হয়েছে সেগুলো বাস্তবায়নে কাজ করা হবে। নিষিদ্ধ সময়ে জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৪০ কেজী করে চাউল বিতরণ করা হবে।
ইলিশ রক্ষায় সকলের সহযোগীতা প্রয়োজন। আইন অমান্য করে কোন জেলে যেন নদীতে মাছ ধরতে না পারে সেই লক্ষ্যে প্রশাসন, মৎস্য বিভাগ, কোষ্টগার্ড, নৌ পুলিশসহ সংশ্লিষ্ট সকলকে দায়িত্ব যথাযত ভাবে পালন করার নির্দেশ দেন। সভায় মৎস্যজীবী, কোষ্টগার্ড, নৌ পুলিশ, সাংবাদিকসহ প্রশাসন ও মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।