সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন

রাবিতে বিভাগ পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

আবু বকর অন্তু, রাবি প্রতিনিধি॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অ্যাপ্লাইড ফিজিক্স ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (এপিইই) বিভাগকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ করার দাবিতে চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে এপিইই বিভাগের শিক্ষার্থীরা।

গত রোববার থেকে শুরু হয়ে বুধবার পর্যন্ত (সকাল ৯টা থেকে দুপুর) বিশ্ববিদ্যালয়ের প্রথম বিজ্ঞান ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে তারা।

অবস্থানকারী শিক্ষার্থীরা জানান, আমরা চাই আমাদের বিভাগ ‘ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং’ (ইইই) হোক। কেননা বিভিন্ন চাকুরির বাজারে আমাদের বিভাগকে ‘ইইই’ বিভাগের সমমান হিসেবে গ্রহণ করছে না। ফলে আমরা গুরুত্বপূর্ণ পদে আবেদন করতে না পারায় চাকুরিতে সুযোগ হারাতে হচ্ছে।
ইতোমধ্যে বিভাগের সভাপতি ও শিক্ষকগণ আমাদের ডেকেছেন। আমরা গিয়ে সমস্যাগুলো বলেছি। তারা এবিষয়ে চিন্তা ভাবনা করে আমাদের জানানোর কথা বলেছেন।

এ বিষয়ে অ্যাপ্লাইড ফিজিক্স ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. আরিফুল ইসলাম নাহিদ বলেন, ছাত্রদের দাবিগুলো আমরা শুনেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভাগের এ্যকাডেমিক কাউন্সিলের মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com