বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১১:০১ অপরাহ্ন

রাবিতে বার্ষিক সাহিত্য, সাংস্কৃতিক ও আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আবু বকর অন্তু, রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেগম খালেদা জিয়া হলে বার্ষিক সাহিত্য, সাংস্কৃতিক ও আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০১৮ পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধ্যায় হলের মুক্তমঞ্চে এই সভা অনুষ্ঠিত হয়।

হলের আবাসিক শিক্ষার্থী খায়রুন নাহার রিফা এবং রাফিয়া রাখির সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও হল প্রাধ্যক্ষ মাহবুবা সরকারের সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফসের ড. এম আব্দুস সোবহান, প্রো-ভিসি প্রফসের ড. আনন্দ কুমার সাহা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্র উপদষ্টো প্রফেসর লায়লা আরজুমান বানু, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফসের ড. প্রভাষ কুমার র্কমকার, সহকারী প্রক্টর শিবলী ইসলাম, হলের আবাসিক শিক্ষক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক কে এম সাব্বির হাসানসহ বিভিন্ন হল প্রাধ্যক্ষ ও হলের আবাসিক শিক্ষক শিক্ষার্থীরা।

এসময় ভিসি বলেন, ‘জ্ঞান র্অজনে সুস্থ সাংস্কৃতি চর্চার বিকল্প নেই। মেয়েরা ছেলেদের তুলনায় এখন সাংস্কৃিত চর্চায় এগিয়ে। শুধুমাত্র পুথিগত বিদ্যা দিয়ে জ্ঞানের পূর্ণতা পায় না। একাডেমিক পড়াশোনার পাশাপাশি এ সকল আয়োজন শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে অনেক বেশি প্রভাব ফেলে বলে জানান তিনি।

উল্লেখ্য, ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com