শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০১:১৬ অপরাহ্ন

রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নওগাঁর আবদুল মান্নান মিয়া

নওগাঁ প্রতিনিধিঃ রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় নওগাঁ শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত হয়েছে। সেই সাথে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম।

সোমবার (১১অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রবর্তিত অভিন্ন মানদণ্ডের আলোকে সেপ্টেম্বর মাসের পারফরম্যান্স বিবেচনায় তাকে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত করা হয়।

জানা গেছে, সেপ্টেম্বর মাসের অপরাধ ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য-অস্ত্র উদ্ধার, মামলা নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা তামিল, অপমৃত্যু মামলা নিষ্পত্তি, ননএফআইআর প্রসিকিউশন, জিডি নিষ্পত্তি, নারী-শিশু-বয়স্ক-প্রতিবন্ধী হেল্প ডেস্কের সেবামূলক কার্যক্রম প্রভৃতি কার্যক্রম পর্যালোচনা করা হয়।

মাদকদ্রব্য উদ্ধারসহ অন্যান্য উদ্ধার ও অন্যান্য সকল সূচকে টিম নওগাঁর এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রাজশাহী রেঞ্জ ডিআইজি আবদুল বাতেন বিপিএম-পিপিএম এ সম্মাননা প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com