বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন

মিয়ানমার সীমান্তে বিজিবিকে আরো শক্তিশালী করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন:: সীমান্তের ওপারে মাসখানেক ধরে থেমে থেমে চলা হামলার ঘটনায় আতঙ্কিত বান্দরবানের ঘুমধুম ও তমব্রু সীমান্ত এলাকার বাসিন্দারা। এরই মধ্যে দেশটির সামরিক বাহিনীর ছোড়া গোলা দুদফায় বাংলাদেশের অভ্যন্তরে পড়েছে।

এমন পরিস্থিতিতে বাংলাদেশের সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আরাকান আর্মিদের সঙ্গে মিয়ানমার সরকারের যুদ্ধ হচ্ছে। এ জন্যই মাঝে মাঝে আমাদের সীমান্তেও গোলা পড়ছে।’

তিনি বলেন, ‘মিয়ানমার সীমান্তে বিজিবিকে আরো শক্তিশালী করা হয়েছে। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবাদ জানিয়েছে। আশা করছি অচিরেই গোলাগুলি থামবে।’

মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহী পুলিশ লাইন্সে পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা জানান।

রাজশাহীতে বিএমডিএ ভবনে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মন্ত্রী বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় যারাই জড়িত থাকুক, সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে।’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধে রাজশাহীর বলিষ্ঠ ভূমিকা রয়েছে। এখানকার একজন ডিআইজি ও একজন পুলিশ সুপারসহ অনেকেই শহীদ হয়েছিলেন। এতদিন পর হলেও এ জাদুঘর নির্মাণ করায় একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে কৃতজ্ঞতা জানাচ্ছি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এছাড়া স্বাগত বক্তব্য দেন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com