বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন
বাঘা (রাজশাহী) প্রতিনিধি::
বাঘায় সেন্টার ফর কমিউনিকেশন এ্যান্ড ডিভোলপমেন্ট(সিসিডি) এবং রেডিও বড়ালের আয়োজগনে শিশুর বিরুদ্ধে শারীরিক সহিংসতা বন্ধ করতে- বাঘা উপজেলার শ্রেণীপেশার নীতি নির্ধারকগণের সাথে দিনব্যাপি এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১৮ মে) রেডিও বড়ালের মিলনায়তন কক্ষে উপস্থিত নীতিনির্ধারক এবং শিশু ফোরামের সদস্যদের নিয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেডিও বড়ালের সিও শাহরিয়ার লিন।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা তার বক্তব্যে বলেন, শিশু সুরক্ষার জন্যে উপজেলা পর্যায়ে ও ইউনিয়ন পর্যায়ে যে সকল কমিটি রয়েছে তা কার্যকরী ব্যবস্থা গ্রহন করে শিশুর বিরুদ্ধে শারীরিক সহিংসতা বন্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা হবে। তিনি আরো বলেন, বাঘা উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত উপজেলা হিসেবে ঘোষনা করা হবে। এ লক্ষ্যকে বাস্তবায়নের জন্য তিনি উপস্থিত সবার কাছে সহযোগীতা প্রত্যাশা করেন।
রেডিও বড়ালের চিফ কোঅডিনেটর খন্দকার মোনাসিব ফয়সালের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, আড়ানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, রেডিও পদ্মার স্টেশন ম্যানেজার শাহানা পারভীন প্রমুখ।
কর্মশালার বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন সিসিডির প্রোগাম কোর্অডিনেটর সামসুন্নাহার সুইটি। শিশুর বিরুদ্ধে শারীরিক সহিংসতা বন্ধে সাত কৌশল-আইনের বাস্তবায়ন ও প্রয়োগ, রীতি ও শুল্যেবোধ,নিরাপদ পরিবেশ,পিতা-মাতা ও সেবাদানকারির সহায়তা,আয় ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি,যথাযথ সাড়া ও সাহায্য নিশ্চিত করা,শিক্ষা ও জীবন দক্ষতা নিয়ে আলোচনা করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসার সাতিল সিরাজ।
আয়োজিত কর্মশালায় অংশ গ্রহণ করেন উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, আইন সৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমির প্রতিনিধি, স্কুল শিক্ষক, উন্নয়ন কর্মী, সংবাদ কর্মী, আইনজীবী, মানবাধিকার কর্মী, নারী ও শিশুদের নিয়ে কর্মরত প্রতিনিধি, এতিমখানা ও শিশু নিবাসের প্রতিনিধি এবং স্থানীয় সুধীমহল। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রেডিও বড়ালের কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা এ কর্মশালায় অংশ গ্রহণ করেন।